২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সব পাসওয়ার্ড এক জায়গায়

সব পাসওয়ার্ড এক জায়গায় -


তথ্যপ্রযুক্তির এই যুগে ইমেইল, সামাজিক মাধ্যম, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদির অনেক পাসওয়ার্ড ব্যবহার করা হয়। মনে রাখা এবং সহজে ব্যবহারের উদ্দেশ্যে অনেকেই এসব পাসওয়ার্ড সংরক্ষণ করতে লাস্টপাসের মতো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। পেশাদার কিংবা ব্যক্তিগত কাজের ধরন যেমনই হোক, প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ব্যবহার করতে হয়। এজন্য অনেক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতে পারে। এত এত অ্যাকাউন্টের বিপরীতে ইউজারনেম ও পাসওয়ার্ড মনে রাখা বেশ দুরূহ। অনেকে মনে রাখার সুবিধার্থে সহজ ও একই পাসওয়ার্ড ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, এমন করা উচিত নয়। এতে সাইবার হামলা ও হ্যাকিংয়ের ঝুঁঁকি বেড়ে যায়। সহজ সমাধান হিসেবে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে। মাত্র একটি পাসওয়ার্ড মনে রেখে অসংখ্য পাসওয়ার্ডের ঝামেলা থেকে মুক্তি দেয় এ ডিজিটাল টুল।

সাইবার নিরাপত্তা নিশ্চিতে অধিকাংশ ওয়েবসাইট সহজ ও ছোট পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় না। এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের জন্য আলাদা বড় ও জটিল পাসওয়ার্ড মনে রাখা বেশ কঠিন। তাছাড়া লগইনের সময় বারবার পাসওয়ার্ড দেয়াটাও ঝামেলার। এজন্য কোনো অ্যাকাউন্ট খোলার সময় ই-মেইল, মোবাইল নম্বর বা ইউজারনেম ও পাসওয়ার্ড দেয়া হলে পাসওয়ার্ড ম্যানেজার এ তথ্যগুলো সংরক্ষণ করে রাখে। পরে লগইন করার সময় আর এসব মনে রাখতে হবে না। পাসওয়ার্ড ম্যানেজারের জন্য যে পাসওয়ার্ড ঠিক করা হয়েছিল, শুধু সেটি মনে রাখলেই হবে।
যত ছোট ও সহজ পাসওয়ার্ড হবে, তত সহজে হ্যাকাররা হাতিয়ে নিতে পারে। সাইবার বিশেষজ্ঞরা এ কারণে জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন। পাসওয়ার্ড অন্তত ১২টি ক্যারেকটারের সংমিশ্রণে হতে হবে, যেখানে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন থাকবে। প্রতিটি ওয়েবসাইটের জন্য এভাবে আলাদা পাসওয়ার্ড তৈরি করা মানুষের পক্ষে বেশ কষ্টসাধ্য। তাছাড়া পাসওয়ার্ড লিখে রাখাও নিরাপদ নয়। সাইনআপের সময় পাসওয়ার্ড ম্যানেজার জটিল পাসওয়ার্ড তৈরি করে দেবে এবং ইউজারনেম, ই-মেইল বা মোবাইল নম্বরের বিপরীতে পরবর্তী লগইনের জন্য তা সংরক্ষণ করবে।

পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপের কম্পিউটার ও মুঠোফোন সংস্করণ থাকে। যেকোনো একটি মাধ্যমে প্রথমে অ্যাকাউন্ট খুলে নিয়ে শুধু সে পাসওয়ার্ড মনে রাখতে হয়। অধিকাংশ ম্যানেজারের জনপ্রিয় ব্রাউজারের এক্সটেনশন বা প্লাগ-ইন রয়েছে, যা ইনস্টল করে নিলে সেলফোন কিংবা কম্পিউটারের ব্রাউজারে বিনা বাধায় সুবিধাটি ব্যবহার করা যাবে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক আনলক সুবিধাও রয়েছে। ওয়েবসাইট বা অ্যাপের লগইন পেজে গেলেই স্বয়ংক্রিয়ভাবে ইউজারনেম ও পাসওয়ার্ড অটোফিল হয়ে যাবে।

পাসওয়ার্ড ম্যানেজারের তৈরি পাসওয়ার্ড কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন জাগতে পারে। তাছাড়া এখানে সংরক্ষণ অবস্থায় কতটা সাইবার হামলার সম্মুখীন হতে পারে তা নিয়েও শঙ্কা কাজ করতে পারে। এসব টুলে অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড (এইএস) ২৫৬-বিট প্রযুক্তি ব্যবহার করে পাসওয়ার্ড এনক্রিপশন করা হয়। অর্থাৎ পাসওয়ার্ড এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করতে ২৫৬-বিট দৈর্ঘ্যরে কী ব্যবহার করা হয়। এটি পুরো প্রক্রিয়াকে যথেষ্ট নিরাপত্তা দেয়। এ প্রযুক্তি সরকারি সংস্থাসহ বড় করপোরেশন ও ভিপিএন কোম্পানিগুলোও ব্যবহার করে থাকে।

পাসওয়ার্ড ম্যানেজারে বাড়তি সুবিধা হিসেবে পাসওয়ার্ড শেয়ারিংয়ের অপশন রয়েছে। ফ্যামিলি প্ল্যানের অংশ হিসেবে টুলটির মাধ্যমে নিজের ব্যবহার করা অ্যাকাউন্ট অন্যের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার সুযোগ রয়েছে। অন্যের যদি সাবস্ক্রিপশন নাও থাকে, তবু তিনি সুবিধাটি উপভোগ করতে পারবেন।
পাসওয়ার্ড ম্যানেজার কতটা নিরাপদ?
পাসওয়ার্ড ম্যানেজার প্রতিষ্ঠানগুলো এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে সেবাগ্রহীতা পোর্টাল বা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ব্যবহার করেন, সেটা বিশেষ কোডে সংরক্ষণ করে রাখা হয়। ফলে গ্রাহক ছাড়া আর কেউ সেটি ব্যবহার করতে বা দেখতে পারে না। তবে এ ধরনের সেবা নেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসাবে ওই পাসওয়ার্ড ম্যানেজারের রেটিং কেমন, কত বেশি গ্রাহক সেটি ব্যবহার করছেন, তাদের রিভিউ ইত্যাদি বিষয় যাচাই করে নেয়া উচিত।
বাংলাদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির জানান, ‘সাধারণত এসব পাসওয়ার্ড ম্যানেজার প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ বলেই ধরে নেয়া হয়। এ কারণে সারা বিশ্বেই টাকা-পয়সা দিয়ে মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা নিচ্ছে। এখন পর্যন্ত এসব প্রতিষ্ঠানে বড় ধরনের কোনো হ্যাকিংয়ের ঘটনা শোনা যায়নি। তবে নিরাপত্তার জায়গাটা কখনোই শতভাগ নিশ্চিত করা যায় না। সবাই তাদের মতো করে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। যারা এ ধরনের সেবা দেয়া, পুরো প্রযুক্তিটা অনেকটা ক্রিটিক্যাল পদ্ধতিতে কাজ করে। হয়তো কোনো দুর্বলতা থেকে গেলে হ্যাকাররা সেটার সুযোগ নেয়।’

 


আরো সংবাদ



premium cement
বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সকল